বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা (ভিডিও সহ)

By মেহেরপুর নিউজ

January 15, 2019

মেহেরপুর নিউজ, ১৫ জানুয়ারি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: শামীম আরা নাজনীন। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা ডা: অলোক কুমার দাস, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবির, ইপিআই সুপারেন্টেড আব্দুস সালাম, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়াদুল মোমেন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকউল আলম, উপদেষ্ঠা তুহিন আরণ্য, সাংবাদিক বেন ইয়ামিন মুক্ত, মাজেদুল হক মানিক, আতিক স্বপন প্রমূখ ।

আগামী ১৯ জানুয়ারি জেলার ৬-১১ মাস বয়সী ৮,২৪৬ জন শিশুকে নীল রং-এর এবং ১২-৫৯ বয়সী ৫৮,৫৯৯ জন শিশুকে একটি করে লাল রং-এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় কর্মশালায় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সহ সভাপতি মাহাবুব চাদুসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।