স্বাস্থ্য

মেহেরপুরে ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাংচুর ও অগ্নি সংযোগ, সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

November 04, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর: মেহেরপুর শহরে প্রগতি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর অভিযোগে ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসীরা। পরে মেহেরপুরে শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ ঘটনার পর পর পুলিশ সুপার হামিদুল আলম, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহাম্মেদ বিজন ঘটনাস্থল পরিদর্শন করে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ইউনিটের পরিচালক সেলিম রেজা জানান, ক্লিনিকের সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মেহেরপুর শহরে নতুন পাড়ার বুলবুল হোসেনের ছেলে ইমরান হোসেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র । ইমরানের হার্নিয়া অপারেশনের জন্য প্রগতি ক্লিনিকে নেওয়া হয়। দুপুরের দিকে ডা. তাপস  কুমার এবং ডাঃ রুমি ইমরানের অপারেশন করেন। অপারেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরে ইমরান মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় ডা.  তাপশ ও রুমি ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে রোগীর লোকজন ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ক্লিনিকের মালিক হাফিজুর রহমানকে মারধোর করে এবং ক্লিনিক ভাংচুর শেষে অগ্নিসংযোগ করে।। পরে বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। মেহেরপুরদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যূর ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ক্বিনিকে অগ্নিসংযোগ করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষেব্যবস্থা নেয়া হবে।