বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমিহীন মুক্তিযোদ্ধার জমি দখল

By মেহেরপুর নিউজ

December 05, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর : মেহেরপুরের একজন ভূমিহীন মুক্তিযোদ্ধার জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। জানা যায়, মেহেরপুর জেলা সদরের আমঝুপি গ্রামের মৃত মুকিমউদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা তাহেরউদ্দিনকে সরকার মেহেরপুর পিরোজপুর মৌজায় ১নং খতিয়ান ভূক্ত এসএ ২০৭৩ দাগে ১ একর ৭ শতাংশ জমি ভূমিহীন বন্দোবস্ত হিসেবে প্রদান করেন। সরকারের পক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ২০০৭ সালের ৫ এপ্রিল ৫৫১(৭) নং স্মারকে তাকে জমি বুঝিয়ে দেন। এদিকে জমি বুঝে পাবার  পরও পিরোজপুর গ্রামের মৃত তবজেল কারিগরের ছেলে আনছার আলী, মৃত আজিজুল হকের ছেলে জুলফিকার, মৃত বিনি খার ছেলে মেহের আলী খা ও মৃত ভূষন বিশ্বাসের ছেলে  শরীফ  ওই জমি জোর করে দখল করে জমিতে থানা শ্যালো মেশিন, ও গাছ পালা তুছরোপাত করেছে। এ ঘটনায় তাছের উদ্দিন মেহেরপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে। এঘটনায় জেলা প্রশাসনের প¶ে আরডিসি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) মেহেরপুরকে দায়িত্ব দিয়েছেন।