নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভৈরব কাপ ফুটবল টুর্নামেন্টে কালিয়া বকরি একাদশ জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় কালিয়া বকরি ট্রাইব্রেকারে ৩-২ গোলে রাধাকান্তপুর একাদশকে পরাজিত করে। খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে নিস্পত্তি করা হয়।
খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন লাল্টু তাকে সহযোগিতা করেন সুমন ও জাহাঙ্গীর। এর আগে টুর্নামেন্ট কমিটির সদস্য রশিদুল আযম টোকনের মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।