বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মুদি ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মুদিখানার দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে ১ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সাইফুল স্টোর মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রী করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে সাইফুল স্টোরের মালিক সাইফুল ইসলাম এর নিকট থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রয় ও মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মুদিখানার দোকানের সারসহ কীটনাশক বিক্রি করাই মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন