বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

November 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিব কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সভায় বাজার মনিটরিং জোরদারকরণ, ভোক্তার স্বার্থ সুরক্ষা, নকল–ভেজাল পণ্য নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের নিয়ম মেনে পণ্য মূল্য নির্ধারণ এবং আইন বাস্তবায়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।