আইন-আদালত

মেহেরপুরে ভ্রম্যমান আদালতে চাতাল মালিকের ৩ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

December 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে ভ্রম্যমান আদালতে চাতাল মালিকের ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর শহরের ঘাট পাড়ায় খোকন নামের এক চাতাল মালিকের মিলে অভিযান চালানো হয় ।সহকারি কমিশনার সুজন দাস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এসময় মিলে বেশ কিছু প্লাস্টিকের বস্তা পাওয়া যাওয়ার কারণে মিল মালিক খোকনের নিকট থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (২০১০ এর ৫৩ আইন) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা পাট পরিদর্শক মহাসিন শিকদারের সময় সেখানে উপস্থিত ছিলেন।