বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রামমান আদালতে ভুয়া ডাক্তারের জেল

By মেহেরপুর নিউজ

January 09, 2019

মেহেরপুর নিউজ, ০৯ জানুয়ারী :

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রামমান আদালত বসিয়ে ভুয়া ডাক্তারের ৭ দিনের জেল এবং সিগারেটের বিজ্ঞাপন বহন করায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহর ও সদর উপজেলার আমঝুপিতে এ আদালত বসানো হয়। জানাগেছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মহিদুল হকের নেতৃত্বে ভ্রামমান আদালত আমঝুপি বকুল ক্লিনিকে অভিযান চালায় এসময় সেখানে আব্দুল হান্নান নামের এক ভুয়া ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড দেন। হান্নান ঝিনেদহ জেলার মহেষপুর উপজেলার পুরন্তপুর গ্রামের বাসিন্দা। হান্নান ডিপ্লোমা করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ক্লিণিকে কাজ করছিল।

এ দিকে তার আগে মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা ট্যোবাকোর প্রতিনিধি সাজ্জাদকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে সিগারেট এর প্যাকেট স¤^লিত বিজ্ঞাপন বহন করছিল।