আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা

By মেহেরপুর নিউজ

July 11, 2021

 

মেহেরপুর নিউজ:

চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় পর্যায়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ার অপরাধে পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা ।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, নাজমুল আলম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম,মেহেদি হাসান, মাহমুদুল হাসান,সুজন দাশগুপ্ত মিথিলা দাস, নিরুপমা রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২), দণ্ডবিধি-১৮৬০ এর ও ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারায় মোট ৮ টি অভিযানে ৩৫ মামলায় মোট ২৯ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।