বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালত ৬০ মন কার্বাইড মিশ্রিত আম বিনষ্ট করেছে।। আম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

May 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ মন কার্বাইড মিশ্রিত আম বিনষ্ট করা হয়েছে ও আম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের একটি আম বাগানে। জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনার দিন বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার হুমায়ূন কবিরের নেতৃত্বে জেলা বিভিন্ন আমবাগানে অভিযান চালানো হয়। এসময় মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আব্দুর ছাত্তারের আমবাগানে ফল ব্যবসায়ী অপরিপক্ক আম রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠাবার জন্য বিষাক্ত কার্বাইড মিশিয়ে প­াস্টিকের ঝুড়ি বোঝায় করছিল। সহকারি কমিশনার হুমায়ূন কবির ওই সময় ঘটনাস্থলে পৌছে কার্বাইড মিশ্রিত আমগুলি আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাগানের ফল ব্যাবসায়ী মেহেরপুর শহরের ঘোষপাড়ার জাহাঙ্গীরকে ১০ হাজার জরিমানা আদায় করেন। একই সাথে কার্বাইড মিশ্রিত আমগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ঠ করা হয়। এদিকে গতরাতে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড ও কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে  আরও ৩ ট্রাক আম আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমের ট্রাকগুলো পরীক্ষা করা হচ্ছিল।