বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ ভাটা মালিকের জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

December 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করে টিনের চিমনির সাহোয্যে কাঠ পোড়ানোর অভিযোগে ৩ ভাটা মালিকের জরিমানা করাসহ টিনের চিমনী ভেঙে দিয়েছে। সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার খোকসার জামিরুল ইসলাম, গাংনী থানা পাড়ার ইনছারুল ও চিৎলার নূর ইসলামর ভাটায় অভিযান চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করাসহ টিনের চিমনী ভেঙে ফেলা হয়।

এসময় সহকারি  কমিশনার অবিদিয় মার্ডি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।