আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

May 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ মে: পাটজাত দ্রব্য ব্যবহান না করায় ৪ ব্যবসায়ীর এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দু’ ব্যবসায়ীর কাছে থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে গাংনী শহর ও উপজেলার মড়কা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পাটের তৈর বস্তা ব্যবহার না করায় মড়কা বাজারের রাইস মিল মালিক শহিদুল ইসলামের ১০ হাজার টাকা, আব্দুস সালামের ১০ হাজার টাকা, গাংনী শহরের চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামের এক হাজার টাকা, আব্দুর রহমানের তিন হাজার টাকা এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে আমিন মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তির্ণ কোমল পানিয় রাখার দায়ে শ্যামলী বুক ল্যান্ডের দু হাজার টাকা জরিমনা করা হয়।