আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

November 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর –চুয়াডাঙ্গা সড়কে ব্রাক অফিসের কাছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৩১ মোটর সাইকেল মালিকের কাছে থেকে ৮হাজার৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা নির্বাহী কানিজ ফাতেমা তানিয়া এবং সহকারী কমিশনর (ভুমি) শাহিনুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিজালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ১৩ জনের নিকট থেকে ৪ হাজার ২’শ টাকা এবং  সহকারী কমিশনার (ভুমি) ১৮ জনের নিকট থেকে ৪ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেন। সদর থানার এস আই মেজবাহ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।