আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতকে বাধা দেয়ায় ব্যবসায়ীকে আটক

By মেহেরপুর নিউজ

May 20, 2015

মেহেরপুর নিউজ,২০ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে বুধবার দুপুরে মেহেরপুর শহরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে। অভিযান চলাকালে সরকারী কাজে বাধা দেওয়ায় মহাব্বত হোসেন নামের এক ব্যাবসায়ীকে আটক করেছে। জানা গেছে, দুপুরের দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের কোট সড়কের আলেয়া ষ্টোরে অভিযান চালায় এসময় ঐ দোকান থেকে ৩২টি কাটুন থেকে ৭৬৮ পিস জিনজেন নামের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। এদিকে অভিযান চলাকালে আলেয়া ষ্টোরের মালিকের পুত্র মহাব্বত হোসেন সরকারী কাজে বাধা প্রদান করায় তাকে থানায় নেওয়া হয় । একই সাথে সিরাপগুলো উদ্ধার করে থানায় নেয়। এদিকে অভিযান চলার সময় পুলিশ সুপার হামিদুল আলম সেখানে উপস্থিত হন। এসময় সদর থানার অফিসার ইনচার্য আহসান হাবিব, এসআই ফারুক হোসেন, এএসআই বাবুল সেখানে উপস্থিত ছিলেন।