আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৫ জনের জেল জরিমানা, ৪টি জাল নষ্ট

By মেহেরপুর নিউজ

October 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার গওহরপুর ও মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ভৈরব নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার ৪টি বড় জাল (ব্যাশাল জাল) জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে সেগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং ৪টি বাঁধ ভেঙ্গে দিয়েছে আদালত। এসময় জাল মালিকরা পলাতক ছিলো। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহীনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। পরে সদর উপজেলার বারাদি বাজারে একই টিম ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০টি মোটর সাইকেল জব্দ করে। পরে তাদের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৪ মোটরসাইকেল মালিকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের নিকট থেকে ১হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, মঙ্গলবার বিকালে জাফর ইকবাল সজল (২৪) নামের এক মাদকসেবীকে ৬ মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেনের ভ্রাম্যমান আদালত। দন্ডিত জাফর ইকবালের বাড়ি মেহেরপুর শহরের কাশ্যপপাড়ায়। এর আগে সদর থানার এএসআই জিয়া উদ্দিন ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।