আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

November 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ নভেম্বর: মেহেরপুরে বদর উদ্দিন নামের এক মাদকসেবীর ১৫ দিন জেল ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম এ আদালত পরিচালন করেন।

দন্ডিত বদর উদ্দিনের বাড়ি মেহেরপুর সদরের কালিগাংনী গ্রামে। এর আগে সকালের দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস আই) জালাল উদ্দিন সদর উপজেলার কালিগাংনী গ্রামে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ বদর উদ্দিনকে আটক করে।