আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

February 03, 2016

মেহেরপুর নিউজ, ০৩ ফ্রেব্রুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে ভ্রাম্যমান আদালত বসিয়ে আশরাফুজামান নামের এক ভুয়া ডাক্তারের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট শুভ্রা দাসের নেতৃত্বে ভ্রামম্যান আদালতের একটি দল মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মর্ডান ওরাল এন্ড ডেন্টাল ক্লিনিকে অভিযান চায়াল।

এসময় ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার আশরাফুজ্জামানের কাছে বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর (২) ২৯ (২) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে গাঁজা রাখার অপরাধে হুদয় কুমার বাশফোড় ও চঞ্চল নামের দুই যুবকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধায় মেহেরপুর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম এ আদালত পরিচালনা করেন।

এর আগে সদর এএসআই জিয়াউল হক ও সদর উপজেলার বৈকন্ঠপুর ক্যাম্পে এএসআই মুক্তার হোসেন পৃথক অভিযান চালিয়ে মেহেরপুর শহর ও সদর উপজেলার কালীগাংনী থেকে ১৫ গ্রাম গাঁজাসহ ঐ দুই যুবককে আটক করে।