আইন-আদালত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে এক জনের জেল

By মেহেরপুর নিউজ

October 15, 2016

মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর: মেহেরপুরের গাংনীতে গাঁজা চাষ ও রাখার দায়ে সুলতান শেখ (৬০) নামের এক ব্যাক্তিকে এক মাস জেল দেয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল হোসেন এ আদালত পরিচালনা করেন। দন্ডিত সুলতান শেখের বাড়ি গাংনী থানাপাড়ার মৃত লৎফর শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী থানার এস আই (উপ-পরিদর্শক ) বখতিয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে থানাপাড়ার সুলতান শেখের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা এবং বাড়ির আঙিনায় চাষ করা একটি গাঁজা গাছ উদ্ধার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির বিচারক সুলতানের বিরুদ্ধে এ সাজা দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের আদেশে সুলতানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।