বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা সহ সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। পরে মেহেরপুর সদর উপজেলার শহরের ওয়াপদা সড়কে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নাম ফলক উন্মোচন করা হয়।

জেলা প্রশাসক শামীম হাসান নাম ফলোক উন্মচন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যানের অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।