ফুটবল

মেহেরপুরে মরহুম আলিহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমঝুপি একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 12, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর মাঠে অনুষ্ঠিত মরহুম আলিহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমঝুপি একাদশ জয়লাভ করেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় আমঝুপি ৭-০ গোলে গোপালনগর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ ও মিকাইল হ্যাটট্রিক করেন, ইব্রাহিম অপর গোলটি করেন।