ফুটবল

মেহেরপুরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মদনা জয়ী

By মেহেরপুর নিউজ

November 08, 2019

মেহেরপু নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব জয় লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব ২-০ গোলে মমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের শাকিল এবং আলামিন একটি করে গোল করেন।

এর আগে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজউদ্দিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।