ফুটবল

মেহেরপুরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মদনাডাঙ্গা ফাইনালে

By মেহেরপুর নিউজ

December 19, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফুল মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মদনাডাঙ্গা একাদশ দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মদনাডাঙ্গা একাদশ ২-১ গোলে যতারপুর একাদশ কে পরাজিত করে। খেলায় মদনার পক্ষে মিঠুও তাইবু এবং যতারপুর এর পক্ষে সাইফুল গোল করেন।