ফুটবল

মেহেরপুরে মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টেের আজকের খেলা ড্র

By মেহেরপুর নিউজ

September 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সম্প্রদায় এর উদ্যোগে ক্যাশবপাড়া মাঠে অনুষ্টিত মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টেের খেলা ড্র হয়েছে।

সোমবার অনুষ্ঠিত দুরন্ত ক্যাশবপাড়া ও ক্যাশবপাড়া লায়নের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। নির্ধারিত সময় উভয় দলই গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।