অন্যান্য

মেহেরপুরে মহান মে দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মে: মেহেরপুর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনদের যৌথ আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময়  মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর শহররে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার ,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, এনডিসি আমীনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক খাকসার আলী, রং তুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন শ্রমিক সংগ্রঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক বিশাল র‌্যালী বের করা হয়। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র‌্যালীটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে কোর্ট চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে সাধারন সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক নেতা ফারুক হোসেন, রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা করাত কল শ্রমিক ইউনিয়ন: মেহেরপুর জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা র‌্যালীর আয়োজন করা হয়। করাত কল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে বেড় পাড়া আম্রকাননে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাহেব আলী, সাধারন সম্পাদক আলিহিম, সহ সম্পাদক মহাসিন আলী, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। এর আগে শ্রমিক দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। করাত কল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিম উদ্দিনের নেতৃত্বে র‌্যালীটি কাথুলী সড়ক প্রদক্ষিণ করে।

সংযুক্ত শ্রমিক ফেডারেশন: মেহেরপুর জেলা সংযক্ত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সামুসল আলম, বাচ্চু প্রমুখ।