বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে মহিলাদের ঈদের জামাত নতুন পৌর ঈদগাহ মাঠে সকাল ১০ টায়

By মেহেরপুর নিউজ

August 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট: মেহেরপুরে প্রথমবারের মতন মহিলাদের জন্য পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় মেহেরপুর নতুন পৌর ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হবে জানিয়েছে মেহেরপুর পৌর মেয়র আলহাজ মুতাচ্ছিম বিল্লাহ মতু। তবে প্রথম দু’কাতার পুরুষ থাকতে পারবে। মহিলাদের অংশটা কাপড় দিয়ে ঘেরা থাকবে। মেহেরপুর পৌরসভার মেয়র মুতাচ্ছিম বিল্লাহ মতু মুঠোফোনে মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে বলেন,মহিলারা সবসময় জামাতে ঈদের নামাজ পড়া থেকে বঞ্চিত হন। একথা মাথায় রেখে এবছর মেহেরপুর পৌরসভা মহিলাদের জন্য পৃথক জামাত করার উদ্যোগ নিয়েছে। তিনি আরোও বলেন,মহিলাদের জামাতের জন্য নির্ধারিত পুরো ঈদগাহ মাঠ কাপড় দিয়ে ঘেরা থাকবে। যার কারণে বাহিরে থেকে কেউ দেখতে পাবেনা। এছাড়াও মহিলাদের নিরাপত্তা সহ সবধরনের সুবিধা নিশ্চিত করা হবে। তিনি,মহিলাদের জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য অনুরোধ জানান। এদিকে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে,পুরুষদের জামাত শেষ হবার পর মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে। ঈদগাহ মাঠ ঘেরার জন্য কাপড় আনা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।