রাজনীতি

মেহেরপুরে মহিলা আওয়ামীলীগের কমিটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ সেপ্টেম্বর: তহমিনা খাতুনকে সভানেত্রী ও লাভলি ইয়াসমিনকে সাধারণ সম্পাদিকা করে মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়ার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে পদহারা সাবেক সভানেত্রী শামিম আরা হীরা গ্রুপের মহিলা নেত্রীরা। বুধবার সকালে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আওয়ামীলীগ নেত্রী লতিফন নেছা লতার নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যদের আওয়ামীলীগ নেত্রী রুত শোভা মন্ডল, রোকসানা কামাল, রোজিনা খাতুন, নাসরিন খাতুনসহ অর্ধশতাধীক নারী নেত্রী ও কর্র্মীরা অংশগ্রহণ করেণ। মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের কমিটিতে কোনো রাজাকারকে দেখতে চাই না। রাজাকারদের স্থান দিয়ে রাজপথের নেত্রীদের বিচ্ছিন না করার আহবান জানিয়েছেন তারা। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আশরাফন নেছা মোশাররফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি তহমিনা খাতুনকে সভানেত্রী ও লাভলি ইয়াসমিনকে সাধারণ সম্পাদিকা করে মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেন। সেই থেকে সাবেক সভানেত্রী শামিম আরা হীরা গ্রæপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, গত ২৮ জুলাই মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কমিটি গঠন নিয়ে দু গ্রুপ থেকে সভানেত্রী ও সাধারণ সম্পাদিকার পদ দাবি করলে কেন্দ্রীয় নেত্রীবৃন্দরা পরে কমিটি ঘোষনা করবেন বলে সম্মেলন শেষ করেণ।