রাজনীতি

মেহেরপুরে মহিলা এমপি ও পৌর মেয়রের নির্বাচনী আচরণবিধি লংঘন

By মেহেরপুর নিউজ

April 08, 2016

মেহেরপুর নিউজ,০৮ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে ৪র্থ ধাপের  নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকালে নির্বাচন আচরণ বিধি লংঘন করে আ.লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন সংরক্ষিত (মেহেরপুর-চুয়াডাঙ্গা) আসনের মহিলা এমপি সেলিনা আখতার বানু। একই সঙ্গে আচরণিবিধি লংঘন করেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামও। এনিয়ে ২য় বারের মত সমালোচিত হলেন তিনি। গত বছরের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে এই সংসদ সদস্য নিজ গাড়িতে পতাকা লাগিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিলে দলীয় নেতাকর্মিদের তোপের মুখে পড়েন। ইউপি নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোন সরকারী সুবিধাভোগী ব্যাক্তি, সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু এসব আইনকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার বিকালে মেহেরপুর গাংনী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের নিয়ে নিজহাতে সংসদ সদস্য রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। এসময় সেখানে সমালোচনার সৃষ্টি হলেও তিনি বিরত হননি মনোনয়নপত্র জমাদানে। এসময় বিব্রতবোধ করলেও সরসরি কোন আপত্তি করেননি রিটার্নিং অফিসার। এ ঘটনায় বিরোধীদল ও দলীয় বিদ্রোহী অভিযোগ করে বলেন এর কারণে নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে বলে। রির্টানিং কর্মকর্তা মীর হাবিবুল বাসার জানান, বৃহস্পতিবার বিকালে মহিলা এমপি সেলিনা আখার বানু দলীয় প্রার্থী ও  কর্মি সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, এটা অব্যশই নির্বচনী আচরন বিধি লংঘন ও খুবই দুঃখজনক। এমপিরাই আইন তৈরি করে আবার তাদের প্রয়োজনে তারাই আইন ভঙ্গ করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিলা এমপি সেলিনা আখতার বানু বলেন, বিষয়টি তার জানা ছিলনা। জানা থাকলে তিনি কখনই যেতেন না।