করোনাভাইরাস

মেহেরপুরে মাছের বাজারে তিন ফুটের পরিবর্তে তিন ইঞ্চি দূরে মানুষের অবস্থান

By মেহেরপুর নিউজ

March 27, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাসের কারণে মেহেরপুর শহরের প্রধান সড়কসহ আশেপাশে জনসমাগম কম হলেও মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মাছের আড়তে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীদের জমায়েত লক্ষ করা গেছে।

শুক্রবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মাছের আড়তে ঘুরে দেখা গেছে তিন ফুটের পরিবর্তে তিন ইঞ্চি দূরে মানুষ অবস্থান করছে।

সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মাছ ব্যবসায়ীরা মাছের আড়তে জমা হয়। এখানে মাছের গাড়ি আসার সাথে সাথে মাছ কেনার জন্য সেখানে হুমড়ি খেয়ে পড়ছে।

মাছের বাজারে গণজামায়েতে এতটাই বেশি যে সেখানে কোন সাধারন মানুষ রাস্তা অতিক্রম করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার। আড়ত গুলোতে যতক্ষণ মাছ থাকে ততক্ষণ ছোট ছোট মাছ ব্যবসায়ীদের সেখানে ভিড় লেগে থাকে।

বাজারে দেখা গেছে মাছের গাড়িকে ঘিরে ধরে গায়ে গা ঠেকিয়ে এমনকি মাথায় মাথা ঠেকিয়ে মাছের নিলাম ডাকে অংশ গ্রহণ করছে। বিষয়টির দিকে স্থানীয় প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরী বলে অনেকে মন্তব্য করেছেন।