বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “মাটি বাঁচাও, পরিবেশ বাঁচাও” প্রতিপাদ্যে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা ও র‍্যালি

By Meherpur News

November 05, 2025

মেহেরপুর নিউজঃ

“মাটি বাঁচাও, পরিবেশ বাঁচাও” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা চত্বরে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান শাহীন এবং সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন।

বক্তারা টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তারা বলেন, কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।