বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

August 03, 2017

মেহেরপুর নিউজ,০৩ আগষ্ট: ‌`মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭। বৃহস্পতিবার সকালে মেহেরপুর পৌর ঈদগাহ গেট থেকে একটি র‌্যালী বের করা হয়। সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামানের নেতৃত্বে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন জিকেএম সামসুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এহসানুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর পৌরসভার সচিব তফিকুল আলম, চিকিৎসক বিপুল কুমার সাহা, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও র‌্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।