বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাত্র ১মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে ২ বৃদ্ধর মৃত্যু; আহত ১

By মেহেরপুর নিউজ

June 14, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে মাত্র এক মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে দুই বৃদ্ধর মৃত্যু  ও এক গৃহবধূ আহত। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাছ ভেঙে পড়েছে। ঝড় শুরু হওয়ার পর থেকেই মেহেরপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঝড় ও শিলা বৃষ্টি হয়। গত কয়েক দিনের প্রচন্ড দাবদাহের পর বিকালের দিকে কালো মেঘে আকাশ ছেঁয়ে যাওয়ার পরপরই মাত্র এক মিনিটের প্রচন্ড ঝড়, সাথে যে শিলা বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে আহমেদ আলী (৬৫)নামের এক বৃদ্ধ গাছ চাপা পড়ে মৃত্যু বরণ করেন। তাকে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আহমদ আলী বসন্তপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

এদিকে একই সময়ে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আম বিক্রি করার সময় প্রচন্ড ঝড়ে আতঙ্কে পড়ে গিয়ে ফুলসুরাত নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসর তাকে মৃত্যু ঘোষণা করেন। ফুলসূরাত মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুক্তার শেখের ছেলে।

অপরদিকে ঝড়ের সময় মেহেরপুর সদর উপজেলা খোকসা গ্রামের বাবলুর স্ত্রী ইয়াসমিন (৩২) পার্শ্ববর্তী ঘর থেকে ছুটে আসা টিনের আঘাতে আহত হন, তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।