স্বাস্থ্য

মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

June 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুনঃ

“মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময়যোগ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্যে অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের জেলা প্রশাসক মাহামুদ হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন,মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন,জেলা মাদকদ্রব্যে অধিদপ্তরের ইন্সপেক্টর গোলাম রব্বানী,এনজিও কর্মী সাইফুল ইসলাম,নুরুল ইসলাম এবং শহিদুল ইসলাম প্রমূখ।