বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেফতার, উদ্ধার ১৪০ বোতল ফেনসিডিল

By Meherpur News

August 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাচের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ শালিকা গ্রামের গোলাম বক্সের ছেলে হাফিজ বক্স, তার স্ত্রী চায়না খাতুন এবং ওসগুল আলির ছেলে চাঁদ আলী।

গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চলাকালে হাফিজ বক্সের বাড়ির ভিতরে খাটের নিচে রাখা একটি বস্তা থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময় পাশের এলাকায় মাদক বিক্রির সময় চাঁদ আলীকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।