বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

July 30, 2023

মেহেরপুর নিউজ:

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যানের অ্যাডভোকেট আব্দুস সালাম,সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যানের এ্যাডঃ ইয়ারুল ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক শিরীন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। দিকে এর আগে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পিপি পল্লব ভট্টাচার্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক শিরীন আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম প্রমুখ।