আইন-আদালত

মেহেরপুরে হেরোইনসহ দুই যুবক আটক

By মেহেরপুর নিউজ

April 22, 2015

মেহেরপুর নিউজ ২২ এপ্রিল মেহেরপুর সদর থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ দুই যুবককে আটক করেছে।

বুধবার ভোরের দিকে মেহেরপুর শহরের বন বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো সদর উপজেলার আমদাহ গ্রামের নজর আলীর ছেলে নজবুল ও শহিদুলের ছেলে সাহাদুল। জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এএস আই বাবুলের নেতৃত্বে পুলিশের একটি দল নজবুল ও সাহাবুলকে ২ গ্রাম হেরোইন সহ আটক করে।