আইন-আদালত

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

July 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ জুলাই: হেরোইন রাখার অপরাধে মেহেরপুর শহরের হালদারপাড়ার মনা হালদার নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক । বুধবার বিকালে আদালতের বিজ্ঞ বিচারক মো: রবিউল হাসান ওই রায় দেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১২ সালের ১ডিসেম্বর মেহেরপুর সদর ফাড়ির এটিএসআই জাকারিয়ার নেতৃত্বে শহরের হালদারপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই এলাকার খোকন হালদারের ছেলে মনা হালদারকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯ এর (১) এর টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেণ।যার মামলা -১। জিআর কেস নং-৮০১/১২, েসেশন কেস নং-৭৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দুলু মিয়া মামলার প্রাথমিক তদন্তশেষে আদালতে চার্জশিট দাখিল করেণ। মামলায় মোট ৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করে। এতে মনা হালদার দোষী প্রমানিত হওয়ায় আদালতের বিচারক তাকে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে অ্যাড. মিয়াজান আলী কৌশুলী ছিলেন।