আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় একজনের জেল

By মেহেরপুর নিউজ

May 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ মে: ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় জাহিদুল নামক এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অন্যদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন মেহেরপুর স্পেসাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম। একই মামলায় কামরুল নামের অপর ১ আসামীকে ১ বছর জেল দিয়েছেন। সামাপ্রাপ্ত জাহিদুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সাহাদুল হকের ছেলে এবং কামরুল একই গ্রামের আব্দুল কাদের এর ছেলে। মামলার বিবরণে জানাগেছে ২০০৯ সালের ২ সেপ্টে¤^র গাংনী উপজেলা বামন্দী ক্যাম্পের এসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একদি দল তেঁতুলবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পুলিশ জাদিুল ও কামরুল’কে আটক করে। তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঐ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৫-বি/২৫-ডি ধায়ায় একটি মামলা দায়ের কর হয়। যার মামলা নং- ২। গাংনী থানা। জিআর কেস নং-৪২২/৯। মামলায় মোট ৮ জন সাক্ষি প্রদান করে। এতে তারা দোষী প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে এপিপিএমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. মোসারফ হোসেন কৌশুলী ছিলেন।