আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক মহিলার ৩ বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ সেপ্টেম্বর:

মেহেরপুরে একটি মাদক মামলায় বিকাতুন খাতুন (৫৫) নামের এক মহিলার ৩ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই আদেশ দেন। সাজা প্রাপ্ত বিকাতুন খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলার বর্ডার পাড়ার সের আলীর স্ত্রী। মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী গাংনী উপজেলার বামুন্দী ক্যাম্পের এএস আই জামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড পূর্বপাশে আলগামন স্ট্যান্ডে থেকে ৩৭ বোতল ফেন্সিডিল সহ বিকাতুনকে আটক করে। এ ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৪-বি(১)(বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। জি,আর,কেস নং ৪৫/১৭ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতেঅভিযোগ পত্র দাখিল করেন। মাললার সাক্ষিদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিকাতুন খাতুন দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ৫বছর সশ্রম কারাদন্ড দেন। মামলার রাষ্ট পক্ষে রুস্তম আলী এবং আসামী পক্ষে নুরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।