আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যাক্তির ১ বছর জেল

By মেহেরপুর নিউজ

November 22, 2015

মেহেরপুর নিউজ,২২ নভেম্বর: মাদকের মামলায় মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামের ঈদ্রিস আলী (৪৮) নামের এক ব্যাক্তির ১ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপশি এক হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ১ মাসের জেল দেয়া হয়েছে। দন্ডিত ইদ্রিস আলী ঝাঝা গ্রামের উজির আলী ছেলে।রবিবার বিকালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুানাল ৩য় আদালতের বিচারক আয়েশা নাসরীন এ আদেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১০

সালের ১১ ফেব্রæয়ারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এস আই ) আতাহার আলী সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ ঈদ্রিস আলীকে আটক করে। ওই দিন তিনি বাদি মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত ে শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান এবং আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।