আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যবসায়ী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

January 12, 2021

মেহেরপুর নিউজ:

হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুতুব উদ্দীন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত কুতুবউদ্দিন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের খাদেম আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ১ নভেম্বর

গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার তৎকালীন এস আই উত্তম কুমার ভট্টাচার্যের নেতৃত্বে গোভিপুর গ্রামের খাদেম আলীর ছেলে কুতুবউদ্দিনের বাড়ি অভিযান চালান, ওই সময় তার বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় এস আই উত্তম কুমার ভট্টাচার্য্য বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর হাজার ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(ক) একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -২, মেহেরপুর থানা। সেশন কেস নং- ৩৭/২০১৩,জি আর কেস নং-৭৪২/১২।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি কুতুবউদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে এডভোকেট খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।