আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

By মেহেরপুর নিউজ

May 25, 2016

মেহেরপুর নিউজ, ২৫ মে: মেহেরপুরে মাদকের একটি মামলায় সাগর ফকির নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়া হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাগর ফকির গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের আঞ্জুমান ফকিরের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সহ সাগর ফকিরকে আটক করেন গাংনী র‌্যাব ক্যাম্পের নায়েক সুবেদার সামসুল আলম। এ ঘটনায় ওই দিনই গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা । মামলায় ৯ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষী প্রদান করলে বুধবার বিচারক সাগর ফকিরের বিরুদ্ধে ওই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে কে এম নুরুল হাসান রঞ্জু আইনজীবীর দায়িত্ব পালন করেন।