আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন জেল

By মেহেরপুর নিউজ

February 27, 2017

মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: মেহেরপুরে একটি মাদক মামলায় ছমির উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টিএম মুসা এ আদেশ দেন। যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্ত আসামী গাংনী উপজেলার শেওড়াপাড়া গ্রামের আতর আলীর ছেলে। একই মামলায় সারজিল হোসেন নামের অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২’শ গ্রাম হেরোইনসহ আটক করে । ওই দিনই র‌্যাবের ডিএডি জসিম উদ্দিন বাদি হয়ে গাংনী থানায় ছমির উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।