আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক যুবকের বিরুদ্ধে পৃথক সাজার আদেশ

By মেহেরপুর নিউজ

April 04, 2017

মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল: মেহেরপুরে হেরোইন ও ফেনসিডিল রাখার দায়ে নাজমুল হুদা (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে পৃথক দুটি আদেশ দিয়েছেন আদালত। একটিতে ৮ বছরের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড অপরটিতে ৭ বছরের সশ্রম কারাদন্ড অনদায়ে ৫শ টাকার জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ আদেশ দেন। দন্ডিত নাজমুল হুদা গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের নাকার হোসেনের ছেলে। মামলার বিবরণে জানাগেছে, ২০১৩ সালের ১৯ আগষ্ট গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতুব্বরের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি বাজার এলাকা থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ২৬ গ্রাম হেরোইন সহ নাজমুল হুদাকে আটক করে। এঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৬ জন সাক্ষি প্রদান করেন। মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক আইনজীবির দায়িত্ব পালন করেন। তবে আসামীর পক্ষে কোন আইনজীবী ছিলেন না।