আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় এক যুবকের ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

November 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ নভেম্বর: মেহেরপুরে মাদক মামলায় আরেফিন হক (৩২) নামের এক যুবকের ২বছর ৬ মাস সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের যুগ্ম জেলা জজ ও ষ্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক চৌধুরী মো: মাহবুবুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আরেফিন হক মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের আনছার আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে,২০০৭ সালের ২৭ অক্টোবর র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি মোসলেম আলী হাওলাদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল সদরের বুড়িপোতা গ্রামের আনছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিলসহ তার ছেলে আরেফিন হককে আটক করে। এ ঘটনায় একই দিন ডিএডি মোসলেম আলী হাওলাদার বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০৭, জি আর নং: ৩৯৫/০৭ এবং এসটিসি মামলা নং:৬৬/০৭।মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল জব্বার ও আসামী পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।