আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় তিন বছরের জেল

By মেহেরপুর নিউজ

May 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ মে: মেহেরপুরে ফেন্সিডিল ও মদ রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় মন্টু মিয়া নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো: নুরুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে ৩২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মন্টু মিয়া সদর উপজেলার হরিরমাপুর গ্রামের বাবর আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাজাহান আলীর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল হরিরামপুর থেকে ২০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ সহ মন্টু মিয়াকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। যার মামলা নং-৪। জিআর নং-৪১১/১৩। এসটিসি ৮৯/৪৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষি তাদের সাক্ষ প্রদান করেন। এতে আসামী দোষি প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদলত তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে কামরুল হাসান কৌশুলী ছিলেন।