আইন-আদালত

মেহেরপুরে মাদক মামলায় যুবকের জেল জরিমনা

By মেহেরপুর নিউজ

May 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ মে: মেহেরপুরে একটি ফেন্সিডিল পাচার মামলায় রাইহান নামের এক যুবকের ৫ বছর জেল দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়া হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: রবিউল হাসান এ সাজা দেন। আসামী রাইহান জেলার গাংনী উপজেলার হাড়াাভঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ ডিসে¤^র গাংনী উপজেলার বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামসুল হক ছাতিয়ান মোড়ে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাইহানকে আটক করে।

ওইদিনই এস আই সামসুল হক বাদি হয়ে গাংনী থানায় রাইহানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১২ জন সাক্ষী প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য  এবং আসামী পক্ষে মিয়াজান আলী ও আব্দুল্লাহ আল মামুন রাসেল আইনজীবীর দায়িত্ব পালন করেন।