বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নে সেমিনার

By মেহেরপুর নিউজ

January 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ জানুয়ারী: “মানসম্মত প্রাথমিক শিক্ষা, শিক্ষা উন্নয়নের পূর্বশর্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এ সেমিনার করেন।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল প্রমুখ।

সেমিনারে বক্তরা শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।