বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানসম্মত প্রাথ‌মিক শিক্ষা নি‌শ্চিত কর‌নে মা‌য়ে‌দের নি‌য়ে উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ক‌লোনীপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় ক‌্যাচ‌মেন্ট এলাকার শিশু‌দের উপ‌স্থি‌তি বৃ‌দ্ধি, ঝ‌রে পড়া রোধ ও মানসম্মত প্রাথ‌মিক শিক্ষা নি‌শ্চিত কর‌নে মা‌য়ে‌দের নি‌য়ে উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রঘুনাথপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে রঘুনাথপুর ক‌লোনীপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় শিশু‌দের উপ‌স্থি‌তি বৃ‌দ্ধি, ঝ‌রে পড়া রোধ ও মানসম্মত প্রাথ‌মিক শিক্ষা নি‌শ্চিতকর‌ণে মা‌য়ে‌দের বিভিন্ন ধরনের পরামর্শ দেন।