মেহেরপুর নিউজ,০৮ ফেব্রুয়ারিঃ
২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ ও জেলা ১৪ দল।
রোববার বিকেল সাড়ে ৩ টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত আছেন,মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আশকার আলী,সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লালমিয়া,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ,সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা কে এম আতাউল হাকিম লাল মিয়াসহ আওয়া্মীলীগ ও ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।