ফুটবল

মেহেরপুরে মার্সেল ফুটবল টুর্নামেন্টে গাড়াবাড়িয়া ফাইনালে

By মেহেরপুর নিউজ

December 07, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রাইপুর মাঠে অনুষ্ঠিত মার্সেল ফুটবল টুর্নামেন্টে গাড়াবাড়িয়া একাদশ দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গাড়াবাড়িয়া একাদশ ২-০ শিবপুর একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে তাইবু এবং দ্বিতীয়ার্ধে হাসিব একটি করে গোল করেন। খেলায় তাইবি সেরা গোলদাতা গোলরক্ষক রাজু সেরা গোলরক্ষক এবং কমল সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

খেলা শেষে মার্সেলের দেওয়ান আলিমুজ্জামান রিমন পুরস্কার বিতরণ করেন। সময় মার্সেলের এজিএম কবির, কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ফুটবল উপকমিটির আহ্বায়ক খবির, আল হোসেন আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।